Home জাতীয় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন ২৮শে  অক্টোবর

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন ২৮শে  অক্টোবর

394
0

নিউজ ডেস্ক: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন ২৮শে অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০শে সেপ্টেম্বর। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ মঙ্গলবার বিকালে সাংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ৩রা অক্টোবর। প্রত্যাহারের শেষ সময় ১১ই অক্টোবর। গত ১ই সেপ্টেম্বর জাতীয় সংসদে বক্তব্য দেয়ার মধ্য দিয়ে সংসদ সদস্যপদ থেকে ইস্তফা দেন আবদুল লতিফ সিদ্দিকী। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করার পর মন্ত্রিত্ব হারান এবং দল থেকে তিনি বহিষ্কৃত হন। আওয়ামী লীগ থেকে তার সংসদ সদস্যপদ বাতিলের আবেদন করা হলে স্পিকার তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠান। এ বিষয়ে নির্বাচন কমিশনের এখতিয়ার নেই বলে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। হাইকোর্ট আবেদন খারিজ করে দেন। এরপর তিনি লিভ টু আপিল করলে ২৩ আগস্ট সুপ্রিম কোর্ট তা খারিজ করেন। একই দিন তিনি নির্বাচন কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে বলেন, তিনি নিজেই পদত্যাগ করবেন। এ বিষয়ে শুনানির প্রয়োজন নেই।

Previous articleশিবিরের ক্রান্তিকালঃ১৯৮২ সালের কথকতা -১
Next articleআনন্দবাজারের নিবন্ধ: জামায়াতের রাজনীতির রূপান্তর