Home বিভাগীয় সংবাদ ডা: সিরাজুল ইসলামের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের শোক

ডা: সিরাজুল ইসলামের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জামায়াতের শোক

482
0

সিলেট-এর বিশিষ্ট চিকিৎসক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজী বিভাগের সাবেক সহকারী অধ্যাপক প্রফেসর ডা: মো: সিরাজুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর, সিলেট জেলা দক্ষিণ ও সিলেট জেলা উত্তর জামায়াত নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক যৌথ শোকবার্তায় সিলেট মহানগর ভারপ্রাপ্ত আমীর মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবীবুর রহমান, সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান ও সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
নেতৃবৃন্দ বলেন, তাঁর ইন্তেকালে সিলেটবাসী একজন খ্যাতিমান চিকিৎসককে হারালো। যা সহজে পুরন হবার নয়। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দান করুন। আমীন।

Previous articleজগন্নাথপুরে মহিলার মৃত্যু নিয়ে রহস্য
Next articleবাংলাদেশর সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন জাতিসংঘ