Home রাজনীতি ড. কামাল মাঠ ফাঁকা করে দিলেন, আমরা গোল দিলাম: নাসিম

ড. কামাল মাঠ ফাঁকা করে দিলেন, আমরা গোল দিলাম: নাসিম

430
0

স্টাফ রিপোর্টার: প্রতি পাতায় পাতায় ভুল উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম গত জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন, আওয়ামী লীগের পরিত্যক্ত (ড. কামাল হোসেন) নেতাকে ভাড়া করে বিএনপি সামনে দাঁড় করালো। সেই ড. কামাল হোসেন কী করলেন, বিএনপিকে দিয়ে নির্বাচনের মাঝ পথে মাঠ ফাঁকা করে দিলেন। আমরা ফাঁকা মাঠে গোল দিয়ে দিলাম। বিএনপির ভাড়া করা লোক কাজ করল আমাদের পক্ষে! এই ভুলের রাজনীতি থেকে বিএনপি কবে বের হবে? আসলে বিএনপি হচ্ছে খুনীর দল, খুনীদের লালন-পালনকারীদের দল। বিএনপি এখন পাপের ফল ভোগ করছে। বিএনপি আমাদের কাছে বার বার হেরে গেছে, নির্বাচনে মাঠ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনার কৌশলের কাছে তারা বার বার পরাজিত হয়েছে। আন্দোলন করারও ক্ষমতা তাদের নেই।

Previous articleজগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
Next articleজগন্নাথপুরে কুশিয়ারা নদীপাড় দখল করে ঘর নির্মাণের অভিযোগ