ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ বেতারের হেডকোয়াটারের কমিটি রুমে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম (বি.এস.সি.এফ) আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে বানিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকার পরিচালক ড. মির শাহ আলমকে ফোরামের পক্ষ থেকে এক সম্বর্ধনা প্রদান করা হয়। এ সময় ফোরামের নেতৃবৃন্দসহ বেতারের বানিজ্যিক কার্যক্রম শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফোরামের সভাপতি আলফাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ড. সাঈদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সামসুল ইসলামসহ ফোরামের নির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় পক্ষে সার্র্থ সংশ্লিষ্ট নানাবিধ বিষয় নিয়ে সফল আলোচনা হয়েছে।
আলোচনায় ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত ক্রীড়া ভাষ্যকারদের বিরাজমান নানারকম সমস্যা ও দাবী-দাওয়া উপস্থাপন করা হলে, পরিচালক আলম তা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ ও বেতারের কর্মকর্তাবৃন্দ বেতারে সরাসরি সম্প্রচারিত ক্রীড়া ধারাবর্ণনার মান সংরক্ষণ ও উন্নয়নের উপর ব্যাপক গুরুত্ব আরোপ করেন। আলোচনায় উভয় পক্ষ আগামী দিনে প্রতিভা অন্বেষণের মাধ্যমে নারী ক্রীড়া ভাষ্যকার খুঁজে বের করার উপর গুরুত্ব দেন। ফোরামের নেতৃবৃন্দ আশা করেন ভবিষ্যতে বেতার কর্তৃপক্ষ এবং ক্রীড়া ভাষ্যকারগণ তথা বি.এস.সি.এফ ক্রীড়া ধারাবর্ণনার মান উন্নয়নে একযোগে কাজ করবে।