Home জাতীয় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইসিকে অনুরোধ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য ইসিকে অনুরোধ

454
0

DCC
ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম।

সোমবার বিকেলে উত্তর ও দক্ষিণের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেনের পক্ষে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ডিসিসি উত্তর ও দক্ষিণ নির্বাচন প্রসঙ্গে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে অনুরোধ জানানো হয়েছে। এ চিঠির সঙ্গে দুটি গেজেটের কপিও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উত্তর ও দক্ষিণে নির্বাচন-সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Previous articleআমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে: মান্না
Next articleসেনাবাহিনী ক্ষমতা নেয়ার সাহস পাবে না: শেখ সেলিম