ঢাকার দোহার উপজেলার বাহ্রার ধোয়াইর এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত (৩৩) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার সময় নদীর পারে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মিডফোর্ট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আরিচায় লঞ্চ ডুবির ঘটনায় লাশ ভেসে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।