ঢাকার সঙ্গে কুমিল্লা ও চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনার পর দুপুর ১টা থেকে পুনরায় চালু হয় ট্রেন চলাচল। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার ময়মামতি সেকশনের কাছে জালালাবাদ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শফিকুর রহমান জানান, জালালাবাদ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ার পর লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। পরে দুপুর ১টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।