নিউজ ডেস্ক: নাশকতা এড়াতে এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ৩১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদরদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েন থাকবে।
এছাড়া, ঢাকার বাইরে বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৭৩ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১০২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আরও ৬০ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।
এদিকে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।