Home আঞ্চলিক ঢাকাসহ ১৪ জেলায় সোমবার হরতাল

ঢাকাসহ ১৪ জেলায় সোমবার হরতাল

842
0

logo chatri dol 01
নিউজ ডেস্ক: ঢাকাসহ ১৪ জেলায় আগামীকাল সোমবার হরতাল ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এ হরতালের ডাক দিয়েছে সংশ্লিষ্ট জেলা ছাত্রদল। আজ বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানান। তিনি আরো জানান, হরতাল আহবান করা জেলাগুলো হলো- ঢাকা জেলা, নরসিংদী জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, গাজীপুর জেলা, টাঙ্গাইল জেলা, মুন্সীগঞ্জ জেলা, মানিকগঞ্জ জেলা, কুমিল্লা উত্তর ও কুমিল্লা দক্ষিণ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলা, ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, জামালপুর জেলা, নেত্রকোনা জেলা।
বিবৃতিতে তিনি বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান সংশ্লিষ্ট জেলা নেতৃবৃন্দকে আগামীকাল হরতাল সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।

Previous articleসোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল আ. লীগ
Next articleফ্যাসীবাদি সরকার জনগণের অধিকার কেড়ে নিতে ব্যাস্থ