
ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শেষ। গতরাত ১২টায় আনুষ্ঠানিক প্রচার শেষ হয়। ভোটগ্রহণ হবে কাল। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনী এলাকায় কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৭৮ হাজার ৭৩০ জন সদস্য মোতায়েন থাকবেন। মাঠে থাকবেন র্যা বের পাঁচ হাজার সদস্য।
এদিকে ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সব ধরনে যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির ১৬টি স্থান থেকে ব্যালট ও সিলসহ নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে।
ঢাকার দুই সিটিতে এক হাজার ৯৮২টি ভোটকেন্দ্র আছে। উত্তরে ভোটার আছে ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন, আর দক্ষিণের ভোটার সংখ্যা ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন।