ঢাকা ও চট্রগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

0
1094

Train durgotona
ঢাকা ও চট্রগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা রেলপথের ফিশপ্লেট খুলে ফেলায় সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার টিলাগাঁও রেল স্টেশনের অদূরে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হলে বন্ধ হয়ে যায়। এতে অন্তত ৫০ জন যাত্রী আহত হন। এ ঘটনার পরই সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে কুলাউড়াসহ বিভিন্ন স্থান থেকে পাঁচটি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। একটি সূত্রে জানা যায়, বিএনপির লাগাতার অবরোধ কর্মসূচি চলার কারণে বুধবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা রেলওয়ের ফিশপ্লেট খুলে ফেলায় এ ঘটনা ঘটে। এরপর আজ বৃহস্পতিবার সকালে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। কুলাউড়া স্টেশন মাস্টার মীর্জা মোহাম্মদ শামসুল ইসলাম
জানান, উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে।