Home শিক্ষা ঢাবিতে ছাত্রলীগের হেনস্থার শিকার শিক্ষকরা

ঢাবিতে ছাত্রলীগের হেনস্থার শিকার শিক্ষকরা

301
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের পূর্বঘোষিত বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাবেশে অংশ নেয়া শিক্ষকরাও হেনস্থার শিকার হয়েছেন। হামলাকারীরা ছাত্রলীগের কর্মী বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘বিক্ষোভ মিছিল : সাধারণ শিক্ষার্থীবৃন্দ, ২৪ ঘণ্টার মধ্যে আটককৃত ভাইদের নিঃশর্ত মুক্তি ও ক্যাম্পাসে হামলাকারীদের গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি’তে সমাবেশের কর্মসূচি দিয়েছিলেন শিক্ষক ও ছাত্ররা। তবে সকাল ১১টায় তারা ঘটনাস্থলে আসার আগেই সেখানে অবস্থান নেয় ছাত্রলীগ। তারা শহীদ মিনারের বেদির সামনে শিক্ষক ও ছাত্রদের মুখোমুখি অবস্থান নেয়।

Previous articleসাতক্ষীরা ও ময়মনসিংহে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতাসহ নিহত ৩
Next articleসিলেটে আলোচনায় জুবায়ের: জামায়াতের ভোট নিয়ে চলছে বিশ্লেষণ