Home শিক্ষা ঢাবিতে ভর্তিচ্ছুদের আন্দোলনে পুলিশের বাধা, আটক ৫

ঢাবিতে ভর্তিচ্ছুদের আন্দোলনে পুলিশের বাধা, আটক ৫

1106
0

Logo du 01ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দ্বিতীয় বার অংশ নেয়ার সুযোগ অন্তত আরো এক বছর বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এসময় রাসেল, জনি, মামুন, রাজুসহ ৫ আন্দোলনকারীকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিনের মতো আজও ব্যানার, ফেস্টুন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাশে জড়ো হন আন্দোলনরত শতাধিক ভর্তিচ্ছু। এসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়নি উল্লেখ করে আন্দোলনকারীদের সেখান থেকে সরে যেতে বলে পুলিশ। কিন্তু আন্দোলনকারীরা যেতে না চাইলে পুলিশ তাদের কাছ থেকে ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয় এবং ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৫ জনকে আটক করে পুলিশ।

Previous articleদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
Next articleমুক্তিযুদ্ধের পক্ষে থাকায় পিয়াস গ্রেপ্তার হয়েছিলেন- আইনমন্ত্রী