Home জাতীয় ঢাবিতে ১৪ আন্দোলনকারী আটক

ঢাবিতে ১৪ আন্দোলনকারী আটক

398
0

logo du
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনরত ১৪ শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে ঢাবি ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের আটক করা হয়।
আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি পালনের জন্য তারা ক্যাম্পাসে জড়ো হয়েছিলেন। সেখানে নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তাদের স্মারকলিপি দেওয়ার কথা ছিল।
কিন্তু হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রমনা জোনের এসি শিবলী নোমানের নেতৃত্বে পুলিশ এসে আন্দোলনকারী ১৪ শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। বর্তমানে আন্দোলনকারীরা সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করছেন।
এ ঘটনার পর টিএসসি, রাজু ভাস্কর্য, উপাচার্যের কার্যালয় ও বাসভবনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এএম আমজাদ বলেন, কিছু বহিরাগত ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। পরে তাদের ধরে পুলিশে দেওয়া হয়েছে।

Previous articleপাটের জিন আবিষ্কারক ড. মাকসুদুল আর নেই
Next articleএমপিদের সুপ্রিমকোর্টে প্র্যাকটিস বন্ধে রিট