Home জাতীয় ঢাবিতে ৩ দিনব্যাপি আন্তর্জাতিক কনফারেন্স শুরু

ঢাবিতে ৩ দিনব্যাপি আন্তর্জাতিক কনফারেন্স শুরু

1027
0

logo du
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষা ইনস্টিটিউটের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ঢাবিতে ৩ দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিন দিনব্যাপি কনফারেন্স উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির উপচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এবারের কনফারেন্সের মূলপ্রতিপাদ্য ‘ফলিত পরিস্যখ্যান: একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা’ কনফারেন্সে তিনটি সেশনে ৬১টি আমন্ত্রিত ও ৮০টি কনট্রিবিউটেডসহ মোট ১৪১টি পেপার উপস্থাপিত হবে বলে আয়োজনক সূত্রে জানা গেছে।
উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার সম্মিলিত চেষ্টায় একুশ শতকের সব চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে। এই ক্ষেত্রে ফলিত পরিসংখ্যানকে কিভাবে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তা আমাদেরকেই খুঁজে বের করতে হবে।’

Previous articleটাঙ্গাইলে অস্ত্রসহ এমপি রানার ভাতিজা গ্রেপ্তার
Next articleহরতালের আগে বাসে আগুন, বিস্ফোরণ