Home জাতীয় ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার হয়ে তো লাভ নেই: প্রধানমন্ত্রী

ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার হয়ে তো লাভ নেই: প্রধানমন্ত্রী

452
0

Hasina
ঢাকা: সমরাস্ত্র কেনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার হয়ে তো লাভ নেই। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি সমরাস্ত্র আমদানির ওপর নিভর্রতা কমিয়ে উৎপাদন বাড়ানো এবং সম্ভব হলে অস্ত্র রপ্তানির উপর গুরুত্ব দেন।
তিনি বলেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় সেনাবাহিনীর চাহিদা মেটানোর জন্য ৭.৬২ মিলিমিটার অটো রাইফেল, বিভিন্ন ক্যালিবারের কার্তুজ এবং হ্যান্ড গ্রেনেড উৎপাদন করছে। বিভিন্ন বাহিনীর অস্ত্রশস্ত্রের আমদানিনিভর্রতা কমানোর উদ্যোগ নিতে আমি সমরাস্ত্র কারখানা কর্তৃপক্ষকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবকিছু আমদানি না, আমরা নিজেরা করব এবং যেটা উপযুক্ত হবে, যুক্তিসঙ্গত হবে, প্রয়োজনে আমরা রপ্তানিও করব। সেটা মাথায় রাখতে হবে। জাতিসংঘ মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সুনাম অর্জনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বের সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ যাতে শীর্ষস্থান ধরে রাখতে পারে, সে বিষয়ে আমরা বিশেষভাবে সচেষ্ট রয়েছি। নেপালে ভূমিকম্পের পর সহায়তার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশটির সরকার চাইলে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে গৃহহীনদের ঘড়বাড়িও তৈরি করে দেয়া হবে।

Previous articleযুদ্ধাপরাধ: জামায়াত নেতাসহ কক্সবাজারে গ্রেপ্তার ৩
Next articleবার কাউন্সিল নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন