নিউজ ডেস্ক: বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণীকে বিবস্ত্র করার ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মোহাম্মদ ইব্রাহিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার বিকেলে বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে তরুণীকে বিবস্ত্র করার লোমহর্ষক ঘটনা। সম্পূর্ণ ক্যাম্পাস নিরাপত্তা চাদরে ঢাকা থাকলেও দেড় ঘণ্টাব্যাপী চলে এই তাণ্ডব।