Home আন্তর্জাতিক তাইওয়ানে নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ৯

তাইওয়ানে নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ৯

405
0

taiwan plane
ডেস্ক রিপোর্ট: তাইওয়ানে বুধবার ট্রান্সএশিয়ার একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের পর পরই বিধ্বস্ত অবস্থায় নদীতে নিমজ্জিত হয়েছে। এ ঘটনায় অন্তত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসি ও রয়টার্সের। বিমানটিতে ৫৮ আরোহী ছিলেন যাদের অনেকেই আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে রয়েছেন। তাইওয়ানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিএনএতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি বিমান তাইপের কেলাং নদীতে নিমজ্জিত অবস্থায় রয়েছে।
এটিআর-৭২ বিমানটি তাইপে সংশান বিমানবন্দর থেকে কিনমেন বিমানবন্দরের উদ্দেশে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে রওনা হয়। উড্ডয়নের কিছুক্ষণ পরই তা বিধ্বস্ত হয়।
সিএনএ ও দেশটির অন্যান্য গণমাধ্যমে বলা হয়েছে, বিমানটি প্রথমে নদীতীরবর্তী একটি ব্রিজের ওপর আছড়ে পড়ে। পরে তা নদীতে নিমজ্জিত হয়।

Previous articleঅবরোধে অচল বাংলাদেশ
Next articleকুমিল্লায় খালেদাকে হুকুমের আসামি করে ২ মামলা