
ঢাকা: স্বরাষ্ট প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, স্ব-ঘোষিত দূর্নীতিবাজ তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধু সম্পর্কে একের পর এক কু-রুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তাকে অচিরেই দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষ্যে শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান একটা গন্ড মূর্খ। ওই মূর্খ আলোচনায় আসার জন্যই বঙ্গবন্ধু সম্পর্কে মিথ্যা বক্তব্য দিচ্ছেন। আসাদুজ্জামান খান আরো বলেন, তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার আসামী। যা বিচারাধীন। ওই মামলায় সাজা হতে পারে এমন ভয়ে ভীত হয়ে পাগলের প্রলাপ বকছে তারেক।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ.এফ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু এমপি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ও আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক গোলাম সারওয়ার কবির প্রমুখ।