ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমেদ। রোববার রেজিস্ট্রি ডাকযোগে চিঠিটি ঢাকার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তারেক রহমানকে তার বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে বলে নোটিশে বলা হয়।