Home জাতীয় তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিতঃ নাসিম

তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিতঃ নাসিম

319
0

ঢাকাঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আচরণবিধি লঙ্ঘনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কঠোর ব্যবস্থা নেয়া উচিত। কারণ নির্বাচন কমিশনের বিধি লংঘন করে কেউ যদি কোন বক্তব্য দেয়, আচরণবিধি লংঘন করে, তাহলে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আহবান থাকবে তারা যেন কঠোর ব্যবস্থা নেয়।’

সোমবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডিজিটাল চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

Previous articleপুলিশের সঙ্গে বিশেষ সভা করবে ইসি
Next articleসরকার তো রেফারির ভূমিকায় থাকতে পারে না: ড. কামাল