কুমিল্লা: কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিতাস উপজেলার কলাকান্দি গ্রামে শুক্রবার দুপুর ১টা থেকে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার এবং ইউনিয়ন যুবলীগ নেতা ইব্রাহিমে গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ওই বিরোধের জের ধরে দুই গ্রুপের লোকজন দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের একপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ব্যবসায়ী রেজাউল করিম সেন্টু (৪৪) টেটাবিন্ধ হয়ে নিহত হন।
এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।