Home জাতীয় তিন সিটিতেই বিএনপির ভোট বর্জন

তিন সিটিতেই বিএনপির ভোট বর্জন

436
0

Logo bnp 01
ঢাকা: উত্তর ও দক্ষিণ ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। ব্যাপক ভোট কারচুপি, কেন্দ্র দখল ও এজেন্টদের মারধর করে জাল ভোট দেওয়ার অভিযোগ এনে পৃথক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয়া হয়।
ভোট শুরুর সোয়া চার ঘণ্টা পর দুপুর সোয়া ১২টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি দল সমর্থিত প্রার্থীদের পক্ষে দুই ঢাকা সিটির নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় ঢাকা উত্তরের মেয়র প্রার্থী মির্জা আব্বাস ও দক্ষিণের প্রার্থী তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
মওদুদ আহমদ দুই সিটির বিভিন্ন কেন্দ্রের অনিয়মের উদাহরণ দিয়ে বলেন, ‘সকাল সাড়ে আটটার মধ্যে বেশিরভাগ কেন্দ্র থেকে আমাদের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়। এরপর কেন্দ্র দখল অবাধে ব্যালটে সিল মেরেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।’
তিনি জানান, ‘দুপুর ১২টার পর কোনো কেন্দ্রে আর বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে এজেন্টরা থাকতে পারেননি। এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করি।’
মওদুদ আহমদ বলেন, ‘র্যা ব ও পুলিশের সহায়তায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছে। এই নির্বাচন কোনো নির্বাচন হয় নাই। এই মুহূর্ত থেকে আমরা এই নির্বাচন প্রত্যাহার করলাম। এই নির্বাচন বর্জন করলাম।’

Previous articleপরাজয় নিশ্চিত জেনেই বিএনপির নির্বাচন বর্জন: হানিফ
Next articleভোটকেন্দ্র দখলে মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ