Home জাতীয় তিন সিটিতে অবিলম্বে সেনা মোতায়েন করা হোক: ড. মঈন খান

তিন সিটিতে অবিলম্বে সেনা মোতায়েন করা হোক: ড. মঈন খান

306
0

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) প্রতি বিএনপি এখনও সম্পূর্ণ আস্থা হারায়নি জানিয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে ও পূর্ণ আস্থা বজায় রাখতে আসন্ন তিন সিটি (রাজশাহী, বরিশাল, সিলেট) নির্বাচনে সেনা মোতায়েনের আবারও দাবি করেছে বিএনপি।

সোমবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

মঈন খান বলেন, ‘বিভিন্ন কারণে নির্বাচন কমিশনের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে। আশা করি, ভালো নির্বাচন দিয়ে তারা মানুষের আস্থা অর্জনের চেষ্টা করবেন।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের যে ভিত্তি, তা শুধু কেন্দ্রীয় নির্বাচনকে ঘিরে নয়। স্থানীয় নির্বাচনেও তার গুরুত্ব রয়েছে। সেকারণে স্থানীয় নির্বাচনও আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।’

তিন সিটি নির্বাচনের বিষয়ে ৬টি সুনির্দিষ্ট লিখিত দাবি প্রধান নির্বাচন কমিশনারের কাছে দিয়েছেন বলেও এসময় জানান বিএনপির এই সিনিয়র নেতা।

তিনি বলেন, ‘আমরা এখনও নির্বাচন কমিশনের প্রতি সম্পূর্ণ আস্থা হারাইনি- এটা বলতে হবে। রাজশাহী, সিলেট, বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহণ করছি। সেনা বাহিনীর ওপর মানুষের আস্থা রয়েছে। আমরা কমিশনকে আবারও বলেছি, অবিলম্বে নির্বাচনে সেনা মোতায়েন করা হোক।’

বৈঠককালে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপির চার সদস্যের প্রতিনিধিদলে ড. আবদুল মঈন খান ছাড়াও ছিলেন সহ-সভাপতি কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

Previous articleকোটা অান্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির মাহমুদুর রহমান নাটক: হাছান মাহমুদ
Next articleআমানতদারিতার মাধ্যমে নাগরিক সেবার মান নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: এডভোকেট জুবায়ের