আন্তর্জাতিক ডেস্ক: তুরস্তের রাজধানী আঙ্কারায় একটি সমাবেশে দুটি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২১ জনের প্রাণহানী হয়েছে। আহত হয়েছেন অনেকে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। তুরস্কের দক্ষিণপূর্বে কুর্দী যোদ্ধা ও রাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্বের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আঙ্কারা শহরের কেন্দ্রে একটি শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। এমন সময় ট্রেন স্টেশনের নিকটে একটি রাস্তার মোড়ে বিস্ফোরণ দুটি ঘটে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায় নি।