Home আন্তর্জাতিক তুরস্ক ও আমেরিকার মধ্যকার সম্পর্ক বিনষ্ট হওয়ার নয়: ট্রাম্প

তুরস্ক ও আমেরিকার মধ্যকার সম্পর্ক বিনষ্ট হওয়ার নয়: ট্রাম্প

476
0

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’দেশের মধ্যকার বর্তমান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ওয়াশিংটনে দুই নেতা বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তাদের এই সন্তুষ্টির কথা জানান। খবর : এএফপির।

এএফপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউজে এরদোগান ও ট্রাম্পের মধ্যে এ বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমাদের মধ্যে অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক রয়েছে এবং আমরা এ সম্পর্ক আরো উন্নত করার জন্য কাজ করব। তুরস্ক ও আমেরিকার মধ্যকার সম্পর্ক বিনষ্ট হওয়ার নয়।

সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, তুরস্ক ও আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে এবং তার এ সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ‘ঐতিহাসিক মোড়’ হিসেবে গণ্য হবে। কুর্দি গেরিলাদেরকে অস্ত্র দেয়ার প্রসঙ্গ উল্লেখ করলেও এরদোগান বলেন, ভবিষ্যতে আমাদের অঞ্চলে সন্ত্রাসবাদের কোনো জায়গা থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, কুর্দি গেরিলাদের তৎপরতা তুরস্কের কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।

Previous articleজঙ্গিবাদ মোকাবেলায় যতো ঝুঁকি আসুক, পিছু হটবো না: আইজিপি
Next articleআগামী নির্বাচনে ঐক্যের বিকল্প নেই: ওবায়দুল কাদের