Home আইটি বিশ্ব তেইশের শুরুতে টুইটারে আসছে পরিবর্তন

তেইশের শুরুতে টুইটারে আসছে পরিবর্তন

85
0

নতুন বছর ২০২৩ সালে ইউজার ইন্টারফেসে পরিবর্তন নিয়ে আসছে খুদে ব্লগ লেখার সাইট টুইটার। এরই মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক সাইড সোয়াইপ সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন। ফলে ব্যবহারকারীরা সোয়াইপ করে; অর্থাৎ ফোনের পর্দায় আঙুল ঘষেই টুইটস, ট্রেন্ডস, টপিকস, লিস্ট ইত্যাদি পেজ চালু করতে পারবেন।

Previous articleসিলেটে করোনায় আরো একজনের মৃত্যু
Next articleনতুন বছরে শান্তির আবেদন জানালেন জাতিসঙ্ঘ প্রধান