ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) মতবিনিময় শুরু হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
চার নির্বাচন কমিশনার, প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিবিনময় সভায় উপস্থিত রয়েছেন।
এর আগে রবিবার ঢাকা উত্তর সিটিতে এবং শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে ইসি।