Home আঞ্চলিক দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাকে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাকে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

477
0

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের শিমুলবাক গ্রামের তরুণ যুবকদের উদ্যোগে ও গ্রামের প্রবাসীদের অর্থায়নে ১১০টি হতদরিদ্র ও দুস্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে স্থানীয় শিমুলবাক বাজারে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গ্রামের তরুণ ছৈইদুর রহমানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত প্রবাসীদের পক্ষে কুয়েত প্রবাসী মোঃ বাদশা মিয়া,স্থানীয় যুবকদের পক্ষে ছিলেন সিলেট এম সি কলেজের ছাত্র জাহেদ হোসাইন,নাজমুল হুদা তালুকদার,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হাবিবুর রহমান,সিলেট সরকারী কলেজের ছাত্র রাজীব আহমেদ,সিলেট মদনমোহন কলেজের ছাত্র জুনায়েদ আহমদ তালুকদার,জুনায়েদ ইসলাম জুনেদ,নুর আলম, সুনামগঞ্জ সরকারী কলেজের ছাত্র হাবিবুর রহমান হবিব, দক্ষিণ সুরমা কলেজের চাত্র আল আমীন,দিরাই কলেজের ছাত্র রাসু রহমান, ঝিনুক ইসলাম । এছাড়া ও উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল, ওবায়দুল ইসলাম, হাফিজুর রহমান,জুয়েল মিয়া, তহুর আলম প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন সম্প্রতি অকাল বণ্যায় এই সুনামগঞ্জ জেলায় ফসলহারা কৃষকদের মাঝে একার ঈদের আনন্দ নেই। সরকারের সহায়তাও অপ্রতুল তাই ঐ সমস্ত অসহায় দুস্থ মানুষজনের পাশে যেভাবে তরুণরা এগিয়ে এসেছে তেনমিভাবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা। পরে গ্রামের উপস্থিত সকালের প্রবাসে থাকা সকল মানুষজনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Previous article‘সিলেটে ফের চালু হবে ব্রিটিশ ভিসা সেন্টার’ আশ্বাস ব্রিটিশ হাইকমিশনারের
Next articleগুণগতমানের শিক্ষার জন্য মানসম্পন্ন শিক্ষক প্রয়োজন: শিক্ষামন্ত্রী