Home আঞ্চলিক দক্ষিণ সুনামগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

419
0

দক্ষিণ সুনামগঞ্জ থেকে: নাঈম তালুকদার:‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং সংক্রান্তে মাদক ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার উদ্যোগে শান্তিগঞ্জ এফআইবিডিভি হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিনের সভাপতিত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি নুর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সুনামগঞ্জ বরকত উল্ল্যা খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল দোলন মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আতাউর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর রাজনৈতিক সহকারী আবুল হাসনাত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল হাই জায়গীর রাজ, দরগাপাশা ইউনিয়ন দূর্নীতি দমন কমিশনের সভাপতি সৈয়দ ছবুর আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তহুর আলী, মাওঃ আব্দুল কাইয়ুম, যুগ্ন সাধারণ সম্পাদক আবাব মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল বাছিত সুজন,জবর আলী, এনামুল হক, উপজেলা যুবলীগের সভাপতি এড.বোরহান উদ্দিন দোলন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুবলীগ নেতা মাসুক মিয়া, সোহেল রানা, কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বদরুল আলম টিপু প্রমুখ।

Previous articleজগন্নাথপুরে রোলার চাপায় নিহত শ্রমিক, মামলা ও ময়না তদন্ত ছাড়াই রফা!
Next articleজগন্নাথপুরে ছাত্রলীগ সভাপতি আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ