Home আঞ্চলিক দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

410
0

নাইম তালুকদার: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এক মহিলা আহত হয়েছেন। নিহত ব্যাক্তি মোঃ একলাছুর রহমান(৫৫) উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে এবং আহত মহিলা নিহতের মা ময়না বিবি(৮০)। রোববার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাগলী গ্রামের মৃত আকবর আলীর ছেলে আলাল মিয়ার নিকট নিহতের ছোট ভাই আলফাতুর রহমান পাওনা টাকা চাইতে গেলে আলাল মিয়া তার সহোদর ওদুদ মিয়া, আজুল জামালের নেতৃত্বে ১০/১৫ জন মিলে পাওনাদার আলফাতুর রহমানের উপর হামলা চালায়। এ সময় খবর পেয়ে আলফাতুর রহমানের ভাই একলাছুর রহমান ঘটনাস্থলে আসলে আলালের লোকজন তাকে ইট দিয়ে বুকে আঘাত করলে একলাছুর রহমান ঘটনাস্থলেই মারা হন।

তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে   সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষনা করেন।  নিহতের মা ময়না বিবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।

Previous articleঈদুল আজহা উদযাপনে যেখানে যা লাগবে তাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Next articleসমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীর ইন্তেকাল