Home আঞ্চলিক দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত

407
0

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধা ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সুরীর গাঁও গ্রামের ফজর আলীর স্ত্রী রংবাহার বেগম (৫২)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়: মঙ্গলবার বিকাল ৪ টায় মেয়ের বাড়ী খাড়ারাই গ্রামে যাওয়ার পথে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম পয়েন্টে আসামাত্র সুনামগঞ্জগামী প্রাইভেট কার ঢাকা মেট্রো গ-১৫-৩৭১৬ পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এস আই মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়কলস হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এবং প্রাইভেট কার আটক করেন। এ ব্যাপারে হাইওয়ে পুলিশের এস আই নান্নু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Previous articleতরুণ কন্ঠ সিলেট’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
Next articleখাসজমিতে ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁই হবে: প্রধানমন্ত্রী