Home আঞ্চলিক দক্ষিন সুনামগঞ্জে জাতিয় কবির ৩৯ তম মৃত্যুবাষিকী পালিত

দক্ষিন সুনামগঞ্জে জাতিয় কবির ৩৯ তম মৃত্যুবাষিকী পালিত

411
0

নাইম তালুকদার, দক্ষিন সুনমগঞ্জ থেকে: দক্ষিন সুনামগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯ তম মৃত্যুবাষিকী পালিত হয়েছে আজ শান্তিগঞ্জ বাজারের রোডস্ত ভিআপি রেস্তুরায়। উদীচী শিল্পী গোষ্টী উপজেলার শাখার উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্টিত হয়। প্রভাষক এনামুল কবিরের সভাপত্বিতে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।কবি ও গবেষক ইকবাল কাগজী।দোলন কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ নুরুল হক। উদীচী শিল্পী গোষ্টীর দক্ষিন সুনামগঞ্জ উপজেলা শাখার সদস্য শাহজান মিয়া। প্রভাষক আলী আহমদ, আব্দুল কাদির, শশাক্ব দাস, পক্বজ চত্রবতী আব্দুল বাছিত প্রমুখ।
আলোচনা সভা পরর্বতী জাতীয় কবী কাজী নজরুল ইসলামের সাম্যবাদী নারী ওইশ্বর নামক তিনটি কবিতা পাঠ করেন দোলন কবির।

Previous articleজাতীয় ঐক্যের সনদ ঘোষণা ড. কামাল হোসেনের
Next articleআজ ভয়াল ৩১ আগষ্ট “শ্রীরামসী” গনহত্যা দিবস