দরজা বন্ধ করে দিয়ে উনি সংলাপের কথা বলছেন: প্রধানমন্ত্রী

0
498

image_149724.hasinaaa
ঢাকা: বিএনপি চেয়ারপারসন দরজা বন্ধ করে দিয়ে সংলাপের কথা বলছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার ছেলের মৃত্যুতে সহানুভূতি জানাতে গেলে দরজা বন্ধ করে দেয় আর অন্যদিকে সংলাপের কথা বলে। শুক্রবার সন্ধ্যায় গণভবনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তার সন্তানের মৃত্যুর পরও কোনো ধরনের শোক তার লেবাসে ছিল না। বেশভোষ দেখে মনে হয়েছে যেন সিনেমার নায়িকা। যার নিজের সন্তানের মৃত্যুর পরও শোক অনুভূত হয়নি অন্যের সন্তানের প্রতি কেমন অনুভূতি থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, এই মহিলা কী করছেন। তিনি একটার পর একটা লাশ ফেলছেন। ওনি যেন সব ধ্বংস করার জন্যই মাঠে নেমেছেন। তিনি বাংলাদেশটাকে জল্লাদখানা বানাতে চাচ্ছেন। এর বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
তিনি আরো বলেন, আমার পরিবারের হত্যার সঙ্গে জিয়া জড়িত। ২১ আগষ্ট গ্রেনেড হামলার সঙ্গে তার মন্ত্রীরা জড়িত। তার পরও আমি তার পুত্রশোকে সমবেদনা জানাতে গিয়েছিলাম। কিন্তু তারা আমাকে অপমাণিত করেছে। গেটে তালা দিয়েছে। একটা ভদ্রলোকও ছিল না আমাকে দেখানোর ব্যবস্থা করানোর জন্য?
প্রধানমন্ত্রী বলেন, তার ছেলেতো অনেক দিন যাবত অসুস্থ ছিল। মা হিসেবে ১০ টি দিনের জন্যওতো দেখতে যায়নি।