Home আঞ্চলিক দরিদ্র জনগোষ্ঠির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই

দরিদ্র জনগোষ্ঠির মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই

467
0

JagannathPur Map
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের আব্দুল খালিক উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্টাতা শিক্ষানুরাগী শিল্পপতি আলহাজ্ব শফিকুল আহমদ ভূইয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী জিল্লুর রহমান, ফয়জুল হক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুহিত, হাজী হারুন মিয়া ভূইয়া, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইদুর রহমান প্রমূখ। সভায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব শফিকুল আহমদ ভূইয়া বলেন, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে সমাজের অসহায় পরিবারের সন্তানদের বিনা খরচে লেখাপড়া করার সুযোগ রয়েছে। দারিদ্রতার কারণে যেন কোন মেধাবী মুখ ঝড়ে পড়ে না যায়। তাই অত্র অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই। তিনি বলেন, আগামী ২০১৮ সালের মধ্যে আব্দুল খালিক উচ্চবিদ্যালয়কে স্কুল এন্ড কলেজে উন্নীত করা হবে। যাতে সহজে উচ্চ শিক্ষা অর্জন করতে পারে শিক্ষার্থীরা। যেখানে রাজনীতিমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে উঠলেই আমার স্বপ্ন পূরণ হবে।

Previous articleসিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ
Next articleধোঁকাবাজি করলেন মাহী!