Home জাতীয় দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে: রিজভী

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে: রিজভী

497
0

rijbi 02
ঢাকা: দাবি আদায় না হওয়া পর্যন্ত ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদেরকে শান্তিপূর্ণভাবে সর্তক থেকে অবরোধ বাস্তবায়ন করতে সর্বশক্তি দিয়ে রাজপথে নামার আহবান জানিয়েছেন। শনিবার সকালে রাজধানীর গুলশানের একটি বাসায় সাংবাদিকদের তিনি একথা জানান।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পিপার স্প্রে প্রয়োগ করে তার রাজনৈতিক কার্যালয় অবরুদ্ধ করে রেখে সরকার প্রতিনিয়ত নাটক করছে।
বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে সরকারের মন্ত্রীদের বক্তব্যের প্রসঙ্গে রিজভী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি নয় বরং লুটপাট ও দুর্নীতি করে নিজেদের পকেট ভারী করছে। তারা মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে দেশ চালাচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের নাগরিক ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে হলে এ সরকারকে পদত্যাগ করতেই হবে। এ সময় প্রশাসনে রদবদল প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির দলীয় কর্মসূচি বাস্তবায়নে বাধা দিতেই প্রতিনিয়ত প্রশাসনে রদবদল আনা হচ্ছে।

Previous articleকার্যত জরুরি অবস্থা কায়েম করেছেন হাসিনা
Next articleক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব হতে ১০ পরামর্শ