স্কটল্যান্ডের দেয়া ৩১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১১ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে ৩২২ রান করে জয়ের বন্দরে বাংলাদেশ। শুধু তাই নয়, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনের মাঠে রেকর্ডময় এক জয় সঙ্গী হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে মাশরাফিরা। সঙ্গে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও। যদিও ব্যাট করতে নেমে দলীয় পাঁচ রানের মাথায় ব্যক্তিগত দুই রানে সৌম্য সরকারের উইকেট হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ। কিন্তু তারপরই মাহমুদুল্লাকে সাথে নিয়ে ১৩৯ রানের পার্টনারশিপ গড়ে তোলে তামিম। দলীয় ১৪৪ রানের মাথায় মাহমুদুল্লাহ যখন আউট হয় তখন তার সংগ্রহ ৬২ বলে ৬২। এরপর দলীয় ২০১ রানে সেঞ্চুরির খুব কাছে থেকে ফিরে আসে তামিম। স্কোর বোর্ডে তখন তার রান ৯৫। এছাড়া মাশরাফি ৬৮ বল খেলে ৬০ রানের এক দারুন ইনিংস উপহার দেয়। শেষ পর্যন্ত সাকিব আর সাব্বিরের ৭৫ রানের পার্টনারশিপ বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। শেষ পর্যন্ত ৭৭ বল খেলে সাকিব ৫২ রান করে তার অর্ধশতক পূর্ণ করেন। এছাড়া সাব্বির করেন ৪২ রান। ৪৬ বল মোকাবেলায় তিনি এই রান করেন। এর আগে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কটল্যান্ড সংগ্রহ করে ৩১৮ রান। স্কটল্যান্ডের পক্ষে কোয়েটজার ১৩৪ বল খেলে করেন ১৫৬। এবং এর সাথে সাথে ইতিহাসে ঢুকে গেছেন স্কটিশ ওপেনার কেইল কোয়েটজার। বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ১৭টি চার এবং ৪টি ছয় দিয়ে সাজানো ছিলো তার ইনিংসটি। সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে স্কটিশদের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটিও ভেঙেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল গ্যাভিন হেমিলন্টনের । ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপে এই রেকর্ড করেছিলেন হেমিল্টন। তৃতীয় উইকেটে ম্যাকহানের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েছেন কোয়েটজার। এরপর অধিনায়ক মমসেনের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৪১ রান যোগ করেছেন তিনি। নিউজিল্যান্ডের নেলসনের সেক্সন ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। সর্বশেষ ম্যাচ থেকে বাংলাদেশ দলে ১টি পরিবর্তন হয়েছে। মুমিনুলের জায়গায় সুযোগ পেয়েছেন নাসির হোসেন। উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশ ও স্কটল্যান্ড মুখোমুখি হয়েছে একবার। ১৯৯৯ বিশ্বকাপে একবারের মুখোমুখিতে বাংলাদেশ ২২ রানের জয় পেয়েছিল। ১৬ বছর পর তারা আবার মুখোমুখি স্কটল্যান্ডের।