
আবুল হোসাইন, দিরাই প্রতিনিধি: দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেছেন, আমরা হাওড় পাড়ের মানুষ, আমাদের এলাকার ৯০ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। হাওরপাড়ের মানুষের একটি বড় অংশ জেলে সম্প্রদায়। বর্ষায় মাছ ধরে সংসার চালায় তারা। কিন্তু প্রভাবশালী মহলের কারণে জাল যার জ্বলা তার সে নীতি বাস্তবায়ন হচ্ছে না। তাই আমাদের সকলকে জাল যার জলা তার নীতি বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদ রক্ষায় সবাই কে এগিয়ে আসতে হবে। তিনি বৃহস্পতিবার দিরাই উপজেলা পরিষদের উদ্যাগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি মৎস্য ও প্রাণি সম্পদের দিনব্যাপী কর্মশালায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেনের পরিচালনায় বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সৌম রায়,কৃষি বিভাগের পক্ষে মতিউর রহমান পরিতোষ রায়, মৎস্য বিভাগের পক্ষে মুরাদ হোসেন,এবাদ হোসেন,ইউপি সদস্যা হাসিনা বেগম, রনধীর বাবু প্রমূখ।