Home Uncategorized দিরাইয়ে  চাল বিতরণে অনিয়ম হামলায় চেয়ারম্যান. মেম্বার ও পুলিশসহ আহত ১৫

দিরাইয়ে  চাল বিতরণে অনিয়ম হামলায় চেয়ারম্যান. মেম্বার ও পুলিশসহ আহত ১৫

521
0

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে বন্যাদূর্গতদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষুব্ধদের হামলায় ইউপি চেয়ারম্যান. মেম্বার, পুলিশসহ ১৫ জন আহত। আহতদেও দিরাই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।এলাকাবাসী দাবি করেছেন, তালিকা তৈরিতে স্বজনপ্রীতিসহ নানা অনিয়ম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ২টায় দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের পানগাঁও ভিজিএফ বিতরণ কেন্দ্রে। অভিযোগ উঠেছে, ফসলহারা কৃষকদের ভিজিএফের চাল না দিয়ে নিজেদের লোকদের মধ্যে চাল বিতরণ করছিলেন দিরাইয়ের ভাটিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান কাজী ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। এলাকাবাসী জানান, ভিজিএফের তালিকাভূক্ত করার কথা বলে ইউপি সদস্য নগেন্দ্র চন্দ্র দাস প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে নেন। এসময় তিনি সাধারণ মানুষকে জানান, টাকা দিতে চেয়ারম্যানের নির্দেশ রয়েছে। যথারীতি গতকাল বুধবার ভিজিএফের চাল নিতে যান এসব লোকজন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় চেয়ারম্যানের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সাধারণ মানুষ চেয়ারম্যানকে ধাওয়া দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। তখন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় চেয়ারম্যান শাহজাহান কাজী, ইউপি সদস্য শহিবুর রহমান, নগেন্দ্র চন্দ্র দাশ, মহিলা সদস্যা শেফা বেগম, পুলিশের দিরাই থানার এএসআই জরিফ উদ্দিনসহ ১৫ জন আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।খবর পেয়ে দিরাই থানা থেকে ওসির নেতৃত্বে আরও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এসময় চাল নিতে আসা ৬ কৃষককে আটক করে পুলিশ। এ বিষয়ে ওসি মোস্তফা কামাল বলেন, এক ব্যক্তির নাম দু’বার তালিকাভূক্ত হওয়ায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। আরও তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। তবে এ ব্যাপারে ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহান কাজী বলেন, সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে হামলা করেছে।

Previous articleলাইলাতুল বরাত
Next articleধর্মের কোনো রাষ্ট্রীয় সীমানা থাকতে পারে না: প্রধান বিচারপতি