দিরাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

0
481

Primary Education Fare
আবুল হোসাইন, দিরাই: “শিক্ষিত মা এক সুরভিত ফুল’ প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এই সেগান কে সামনে রেখে দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৫। উক্ত শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ পরিষদ প্রাঙ্গন থেকে র্যা লী বের করা হয়।
র‌্যালী শেষে দিরাই উপজেলা গনমিলনায়তন হলে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা পরিষদের চেযারম্যান হাফিজুর রহমান তাং, উপজেলা নির্বাহী অফিসার আলতাফ হোসেন, পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সমাজসেবা অফিসার অসিম রায়, শিক্ষক বিশ্বজিৎ রায়, সাংবাদিক শামসুল ইসলাম সর্দার, আবু হানিফ সর্দার, আবুল হোসাইন প্রমুখ।