Home Uncategorized দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

442
0

আবুল হোসাইন,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
দিরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সোয়াতিয়র গ্রামে বুলবুল চৌধুরী ও আবজল মিয়ার লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।সংঘষের্ বুলবুলচৌধুরীর পক্ষের আহত আক্তার হোসেন(২২),ইমন(২৪),রতন(৩২)জিয়াদ(২৯)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আবজল মিয়া পক্ষের কামাল মিয়া(৩৪),আজিদ(৪৫),আব্দুল গফুর(৫০)শফিক(৪০)কাশেম(২৮)ফয়সল(২৬)আলিমা বেগম(৩৮)ছালেমা বেগম(৪০) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের অন্যান্য আহতদের কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী ও দিরাই থানা পুলিশ সুত্রে জানা যায়,গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সোযাতিয়র গ্রামে বুলবুল চৌধুরী ও আবজল মিয়ার লোকদের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিলো। এ নিয়ে দিরাই থানায় উভয় পক্ষে একাধিক মামলা মোকাদ্দমা রয়েছে। গতকাল দুপুর ১২ টায় তুচ্ছ ঘটনা নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছে। এব্যাপারে কুলঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আহাদ মিয়া বলেন শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মারামারি হয়েছে। দিরাই থানার ওসি বায়েছ আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Previous articleবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রিয়া শাখার কেন্দ্রীয় কমিটি গঠন সভাপতি ঃ নাছির উদ্দিন ভূইয়া সাধারন সম্পাদক ঃ শামজুজ্জামান শাহীন
Next articleদিরাইয়ে কেরাতুল কোরআন শিশু একাডেমীর উদ্ভোধন