দিরাইয়ে বজ্রপাতে ৩ জেলে নিহত

0
449

আবুল হোসাইন,দিরাই প্রতিনিধি ঃ
দিরাইয়ে হাওড়ে মাছধরা অবস্থায় বজ্রপাতে ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে । গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার কালিয়াগুটা হাওড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো উপজেলার রফিনগর গ্রামের মৃত নুহ আলীর ছেলে মিজানুর রহমান(২৫),মৃত আব্দুল কাদিরের ছেলে মুকায়িম (৩০) ও সাদিরপুর গ্রামের ফিরুজ আলীর ছেলে আব্দুল্লাহ (২০) । রফিনগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির চৌধুরী জানান, প্রতিদিনের ন্যায় জীবিকার তাগীদে সকালে বাড়ী থেকে নৌকা ও জাল নিয়ে হাওড়ে মাছ ধরতে যায় তারা। সকাল ১০ টার দিকে প্রবল বৃষ্টির সাথে আসা বজ্রপাতের কবলে পড়ে তাদের মৃত্যু হয়। চরনারচর ইউপি চেয়ারম্যান রতি কান্ত দাস জানান, লৌলারচর গ্রামে বজ্রপাতে ৩জন আহত হয়েছে। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।