আবুল হোসাইন, দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দিবাকর নামে এক ব্যাক্তির মৃত্যু ও ২০ জন আহত হয়েছেন। নিহত দিবাকর ভাটীধল গ্রামের হরিসিন্ধু মাষ্টারের ছেলে।
জানা গেছে, দিরাই-ধল সড়কে শনিবার বিকেল ৪টার দিকে ট্যাম্পু যোগে দিরাই থেকে ধল যাওয়ার পথে কাদিরপুর গ্রামের পাশে গেলে ট্যাম্পুটি উল্টে দুর্ঘটনায় পতিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত হারুন মিয়া ও তার ছেলে হোসাইন আহমদকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত ফাবিহা, বাবলি, সৌরভ, মহিমা বিবি কে দিরাই হাসপাতালে ভর্তি ও বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।