Home আঞ্চলিক দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল মিরাজের মৃত্যু

দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল মিরাজের মৃত্যু

405
0

accident news_44465

আবুল হোসাইন, দিরাই প্রতিনিধিঃ দিরাই থানার পুলিশ কনষ্টেবল মিরাজের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মিরাজের মৃত্যুর খবর পেয়ে  সহকারি পুলিশ (দিরাই সার্কেল) ফতেহ মোহাম্মদ ফয়সল, ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম সিলেট হাসপাতালে ছুটে যান।

জানা গেছে, বুধবার সুনামগঞ্জ থেকে লেগুনা দিয়ে তার কর্মস্থল দিরাইয়ে আসার পথে দিরাই-মদনপুর সড়কে লক্ষনশ্রী ইউনিয়নের পাশে লেগুনাটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে তিনি দুর্ঘটনার শিকার হন।  এ সময় তাকে আশংকাজনক অবস্থায় সিলেটে ওসমানি হাসপাতালে প্রেরন করা হয়। পুলিশ কনস্টেবলের গ্রামের বাড়ি গোপাল গঞ্জের সুনাপুর গ্রামে।

Previous articleসিএমএম আদালতে বোমা বিস্ফোরণ
Next articleবৃটেনে আগামী দিনে বৃটিশ বাংলাদেশীদের মধ্য থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন