আবুল হোসাইন, দিরাই থেকে: দিরাইয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩টি দোকানে চুরি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলা রোডের জীবন ষ্টোর, রাহাত কম্পিউটার এন্ড ফটোষ্ট্যাট ও জরিফ ষ্টোরের দরজা কেটে দোকান গুলোর মালামাল ও ক্যাশে রাখা নগদ টাকা নিয়ে যায়।
এব্যাপারে রাহাত কম্পিউটার এন্ড ফটোষ্ট্যাট দোকানের সত্ত্বাধিকারী মোঃ মুহিবুর রহমান বলেন, এভাবে যদি প্রশাসনের নাখের ডগায় থাকা সত্তেও আমাদের দোকান গুলো চুরি হয় তা হলে আমরা ব্যবসা করে কি করব, কিছু দিন আগেও হাসপাতাল প্রাঙ্গনের ৩/৪টি ফার্মেসী ও এতিমখানা চুরি হয়েছিল, প্রশাসন এব্যাপারে কোন প্রদক্ষেপ না নেওয়ায় উপজেলা পরিষদের প্রাঙ্গনে আমাদের দোকান গুলো চুরি করতে চুরেরা দুঃসাহস পেয়েছে। এব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তস্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।