আবুল হোসাইন, দিরাই থেকে: সুনামগঞ্জের দিরাই ও শাল্লাায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে প্রায় ৫০ কোটি টাকার বোরো ফসলের ক্ষতি হয়েছে। চৈত্রের বৃষ্টিতে কৃষকের অধিক ফলনের প্রবল আগ্রহে নতুন আশায় বুক বেধেঁছিল। কিন্তু গত ১লা এপ্রিল ১ঘন্টার ঝড় ও শিলা বৃষ্টিতে কৃষকের সেই স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। বুধবারের এই শিলাবৃষ্টিতে ক্ষতি পরিমাণ নিরূপণ করতে পরদিন মাঠে নামেন স্থানীয় কৃষি অফিসের সংশ্লিষ্টরা। দুই উপজেলার বিভিন্ন হাওর ঘুরে তারা জানিয়েছেন, শিলা বৃষ্টিতে প্রায় ৫০ কোটি টাকার উঠতি বোরো ফসলের ক্ষতি হয়েছে।
দিরাই ও শাল্লার কৃষি অফিস সূত্রে জানা যায়, দুই উপজেলার প্রায় ১০ হাজার হেক্টর জমির বোরো ফসলের ক্ষতি সাধিত হয়েছে। যা টাকার পরিমানে কমপক্ষে ৫০ কোটি টাকার সম পরিমান। এর মধ্যে দিরাই উপজেলার চাপতি , কালিয়াগুটা হাওরের আয়লা ,সাওডা এবং ফাগনার হাওরের পূর্ব দক্ষিণ ও হুরা মন্দির হাওরের প্রায় ৫ হাজার ৩৯০ হেক্টর বোরো জমির ৪৯ ভাগ উঠতি ফসল বিনষ্ট হয়েছে।তাছাড়া শাল্লা উপজেলার ভান্ডা বরাম ও ছায়ার হাওরে ৭ হাজার হেক্টরের বেশী জমির বোরো ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। দিরাই উপজেলা কৃষি অফিসার শফিকুর রহমান বলেন, দিরাই ও শাল্লায় শিলা বৃষ্টিতে প্রায় ১০ সহস্রাধিক হেক্টর জমির উঠতি বোরো ফসল নষ্ট হয়েছে। টাকার পরিমানটা এখনো নির্ধারন করা হয়নি । সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক জাহিদুল হক ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। সরেজমিন ঘুরে কৃষকদের সাথে আলাপকালে, বর্গাচাষী চাপতির হাওর পারের মাটিয়াপুর গ্রামের এলকাছ মিয়া বলেন, সুদে টাকা এনে অন্যের ১৮ কেদার জমিতে ধান লাগিয়েছিলাম, ভাল ফলন দেখে আশা করছিলাম মহাজনের ভাগের ধান দেওয়ার পর সুদের ঋণ পরিশোধ করে এবছর ছেলে মেয়ে নিয়ে শান্তিতে বছর কাটাইমু। কিন্তু এক ঘন্টার শিলাবৃষ্টিতে আমার সব নিয়ে গেছে। এখন কিভাবে কি করব চিন্তা করে পাই না।