Home Uncategorized দিরাই শাল্লা যুব কল্যান পরিষদের ইফতার মাহফিল

দিরাই শাল্লা যুব কল্যান পরিষদের ইফতার মাহফিল

699
0

ডেস্ক রিপোর্ট : দিরাই শাল্লা যুব কল্যান পরিষদ সিলেটের উদ্যোগে শনিবার নগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিরাই শাল্লা যুব পরিষদের সভাপতি সুরঞ্জন দাসের সভাপতিত্বে ও শাবির ছাত্রলীগের সহ সভাপতি বিজিত লাল দাস এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জন-২ (দিরাই শাল্লা) থেকে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী সিলেটের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট শামসুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটির সহ সম্পাদক সুশান্ত দাস গুপ্ত।

উপস্থিত ছিলেন মহানগর শ্রমিকলীগ নেতা এনামুল হক লিলু, মহানগর ছাত্রলীগ নেতা তপন দাস, জুয়েল দাস, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সদস্য গোপাল চন্দ, সুপ্রভাত দাস, শাল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুল হক মুন, অবিনাশ চক্রবর্তী, অমিত চন্দ্র দাস, জগৎজ্যোতি দাস, মোঃ আকলাক হোসেন, নূর মোহাম্মদ, আকবর হোসেন, শিমুল রায়, সুদ্বীপ রায়, জিতেশ পাল, শাওন রায়, আশীষ দাস, সেতু তালুকদার, জুয়েল তালুকদার, সজীব দাস, রাজু চন্দ্রদাস, মোঃ আইনুল ইসলাম, রাজীব রায়, রতন সূত্রধর, দীপন চক্রবর্তী, বাপ্পি দাস, সব্য সাচী তালুকদার, চন্দন দাস, দিপংকর দাশ, জোনায়েদ আহমদ, শাহীন ইসলাম প্রমুখ।

Previous articleশেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত: দুদু
Next articleব্যাংক খাতে নীতিবান নেতৃত্বের সঙ্কট