Home Uncategorized দুই বাসের সংঘর্ষে তিন কলেজ ছাত্রীর মৃত্যু

দুই বাসের সংঘর্ষে তিন কলেজ ছাত্রীর মৃত্যু

403
0

accident news_44465
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরো ১৪ জনকে। রোববার দুপুরে উপজেলার কাটাখালি জুট মিলের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহী কলেজের শিক্ষার্থী তানিয়া, মাহমুদা ও শারমিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার (হাবিলদার) মোস্তাফিজুর রহমান জানান, বেলা ১টার দিকে রাজশাহী কলেজের ছাত্রীবাহী বাস লাকির সঙ্গে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী ইসলাম পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রীদের বাসটি রাজশাহী-ঢাকা সড়কের পাশের খাদে উল্টে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে ১৭ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনজনের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান বি কে দাম বলেন, যাদের আনা হয়েছে তাদের মধ্যে তিনজন মারা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে মোস্তাফিজুর রহমান জানান।

Previous articleসুনামগঞ্জে আ’লীগের পদ বঞ্চিতদের মানববন্ধন
Next articleঝিনাইদহে হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে কলগার্ল আটক