Home আঞ্চলিক দুরন্ত ক্লাবের সংর্বধনা অনুষ্টান

দুরন্ত ক্লাবের সংর্বধনা অনুষ্টান

469
0

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দুরন্ত ক্লাব কতৃর্ক গত কাল বেলা ২.৩০ মিনিটের সময় ক্লাবের অফিসে ফাউন্ডার সদস্যগন দেশে গ্রমন উপলক্ষে সংর্বধনা আয়োজন করা হয়।দুরন্ত ক্লাবের সভাপতি আকবর হোসেন এর সভাপতিত্বে দিদার আহমদের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রানীগঞ্জ কলেজ এর ভার: অধ্যক্ষ আতাউর রহমান ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন রানীগঞ্জ দা:হা:আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোস্তফা কামাল।দুরন্ত ক্লাবের ফাউন্ডার মো: তকলিছ মিয়া, কাছা মিয়া, মো: কামাল উদ্দিন সহ বন্ধু কফিল উদ্দিন, রায়হান আহমদ সুমন,ইমদাদুল হক দিলাল আলী কে সংর্বধনা দেওয়া হয় উক্ত অনুষ্টানে আরো উপিস্তত ছিলেন দুরন্ত ক্লাবের উপদেষ্টা হাজী চান মিয়া, ছালেহ আহমদ, ছদরুল ইসলাম, আকমল হোসেন, আবুল কাশেম, মিছলুর রহমান,কার্যকারী কমিটির সহ সভাপতি জুনেদ আহমদ, অর্ধসম্পাদক শাহিন আহমদ সুমন, সাংগঠনিক সম্পাদক এমরুল ইসলাম,সম্মানীত সদস্য সেকুল ইসলাম আছকা, সাধারন সদস্য জামরুল ইসলাম।আর্ত মানবতার সেবা সহ গরীব দু:খী মেহতী মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।

Previous articleদুরন্ত ক্লাবের শোক সভা
Next articleটেস্টে ফেল করলে পাবলিক পরীক্ষায় অংশ নেয়া যাবে না