Home জাতীয় দুর্নীতিতে বাংলাদেশ ১৪তম

দুর্নীতিতে বাংলাদেশ ১৪তম

470
0

Logo TIB 01
ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ ১৪তম দুর্নীতিগ্রস্ত দেশ। ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের এই অবস্থান। আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘দুর্নীতির ধারণা সূচক ২০১৪’ প্রকাশ অনুষ্ঠানে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা জানান। দুর্নীতির এই ধারণা সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। আর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সোমালিয়া ও উত্তর কোরিয়া যুগ্মভাবে শীর্ষে রয়েছে। তবে সিপিআই ২০১৪ এর ফলাফল অনুযায়ী মানের নিন্মক্রম অনুসারে দুর্নীতির ধারণা সূচকে গত বছরের চেয়ে ২ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। এই ধারণা সূচকে গতবছর বাংলাদেশের অবস্থান ছিল ১৬তম। এবছর ২ ধাপ কমে ১৪তম অবস্থানে রয়েছে। এছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান।

Previous articleজব্বারের মামলার রায় যেকোন দিন
Next articleএবার কুচ কুচ লুচ্চা হ্যায় ছবিতে সানি লিওন